ePrivacy and GPDR Cookie Consent by Cookie Consent

What to read after Uttaran - Ekti Prochesta?

Hello there! I go by the name Robo Ratel, your very own AI librarian, and I'm excited to assist you in discovering your next fantastic read after "Uttaran - Ekti Prochesta" by The Bookmakers! 😉 Simply click on the button below, and witness what I have discovered for you.

Exciting news! I've found some fantastic books for you! 📚✨ Check below to see your tailored recommendations. Happy reading! 📖😊

Uttaran - Ekti Prochesta

The Bookmakers , Various Authors

Antiques & Collectibles / Magazines & Newspapers

আম্ফানের বিপর্যয় থেকে বের হতে না হতেই আছড়ে পড়ল যশ বা ইয়াশ। নানান ক্ষয়ক্ষতি আর দুরবস্থার ছবি দেখতে দেখতে ছড়িয়ে পড়ল আমাদের প্রত্যেকের মুঠোফোনে, ল্যাপটপে। আহা, উহু করা ছাড়া আমরা সাধারণ মধ্যবিত্তরা এসব ক্ষেত্রে খুব একটা কিছুই করি না। কিন্তু ওই যে বলে না “হিম্মতে মর্দা, মদত-এ- খুদা"। ঠিক সেটাই হল এই ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে।


হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ বানিয়ে ছিলাম আমরা। আমরা মানে কারা? আমরা হলাম কয়েকজন নেহাৎ অকিঞ্চিৎকর মানুষ যাদের শিক্ষাগত বা কর্মগত কিংবা পারিবারিক কোনো মিল বা সম্পর্ক নেই। কিন্ত কিছু একটা তো আছে, বোধহয় তাকে বলে দিল কা রিশ্তা। না, আরো একটা মিল আছে। আমরা প্রত্যেকেই পড়তে আর লিখতে ভালবাসি। হঠাৎ করে আমরা এই কয়েকজন কীভাবে যেন এক হয়ে গেলাম। একটা গ্রুপ তৈরী হল। গ্রুপের নামটাও বেশ জবরদস্ত, বেগুনক্ষেতের রকবাজ। বেগুনক্ষেত কারণ আমরা প্রত্যেকেই বে- গুণ আর রকবাজদের মতন খিল্লি- আড্ডা হয়।


সেইদিন হঠাৎই আড্ডায় উঠে এল ইয়াশের বিপর্যয়ের কথা। শুরু হল কথা নানান স্বেচ্ছাসেবক দলের বিষয়ে, কী ভাবে তারা কাজ করছে, কী ভাবে তারা টাকা যোগাড় করছে, এই সব নানান কথা। তার সাথেই একটু হাহুতাশ, “আহা রে, যদি আমরাও কিছু করতে পারতাম!” কিন্ত আমরা কী করব? কী করতে পারি? কী ক্ষমতা আমাদের? তখনই আর্কিমিডিসের মতন লাফিয়ে উঠল সুচেতনা (আক্ষরিক অর্থে নেবেন না, দোহাই)। একটা ইবুক করলে কেমন হয়! আমরা প্রত্যেকেই তো লিখি। শুরু হল এক অসম প্রয়াস। ডাক দেওয়া হল সমমনস্কদের। এগিয়ে এলেন অনেকে। অনেকে এলেন না। না, যাঁরা এলেন না, তাঁদের প্রতি কোন ক্ষোভ নেই। যাঁরা সাড়া দিলেন আমাদের ডাকে, তাঁদের প্রতি রয়েছে বুক ভরা ভালবাসা আর মন ভরা কৃতজ্ঞতা। আজকের এই দলাদলি, গ্রুপবাজির যুগে বিনা কোন গ্রুপ, বিনা কোন দলের ছায়ায় থেকে তৈরী হল ইবুক ‘উত্তরণ'।

উত্তরণ কেন? কারণ তার সাথেই যে উত্তরণ হল আমাদেরও। সারা জীবন শুধু ভেবেই যাই আমরা কী করব। আফসোস থেকে যায় কিছুই করা হল না। কিন্ত উত্তরণ আমাদের সাহস যুগিয়েছে যে আমরাও পারি। সেতুবন্ধে ক্ষুদ্র কাঠবেড়ালীও নিজের যোগদান দিয়েছিল। এই বিশাল কর্মযজ্ঞে আমরাও কিছু তো করলাম।

রাতদিন এক করে প্রুফ দেখেছে সম্পাদকমণ্ডলীর সর্বকনিষ্ঠ সদস্য চিন্তন। অনলাইন ক্লাস সামলে, অ্যাসাইনমেন্ট পুরো করে তারপর নানার সংগঠনকে টাকা পাঠিয়ে, সেই টাকার পুঙ্খানুপুঙ্খ হিসেব নিরলসভাবে নিজের ফেসবুক ওয়ালে দিয়েছে আরেক কনিষ্ঠ সদস্য সায়ন্তী। এই বয়ঃকনিষ্ঠ কিন্তু প্রাজ্ঞমনস্ক দুজন না থাকলে বোধহয় উত্তরণের জন্ম সম্ভব হত না।


আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞ টিম বুকমেকার্স, সৌম্য আঢ্য, দ্বৈপায়ন ধর চৌধুরী, অঙ্কিতা রায়, ঋজু গাঙ্গুলী, অণুকাহন পরিবারের কাছে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে যেভাবে ওঁরা এগিয়ে এলেন তার কোনো তুলনা হয় না।

সবশেষে বলব, ‘উত্তরণ’ শুধুমাত্র একটা ইবুক নয়, ‘উত্তরণ’ হল এক অসম্ভবকে সম্ভব করে তোলার সিঁড়ি।

Do you want to read this book? 😳
Buy it now!

Are you curious to discover the likelihood of your enjoyment of "Uttaran - Ekti Prochesta" by The Bookmakers? Allow me to assist you! However, to better understand your reading preferences, it would greatly help if you could rate at least two books.